Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ছেলের বিয়ের দিনে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ছেলের বিয়ের দিনে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু

May 05, 2025 08:49:07 PM   অনলাইন ডেস্ক
ছেলের বিয়ের দিনে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু

বিয়ের আনন্দের মুহূর্তে বিষাদে পরিণত হলো এক পরিবার। ছেলের বিয়ের দিন সড়ক দুর্ঘটনায় বাবা ও আত্মীয়ের মৃত্যু ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে আসামের নাজিরার হাইওয়েতে রবিবার (৪ মে) গভীর রাতে। তীব্র গতির গাড়ি রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। মৃতরা হলেন নামদঙ্গিয়ার যতীন শইকিয়া ও নকচারির পূর্ণ তামুলি। রবিবার (৪ মে) যতীন শইকিয়ার ছেলের বিয়ে ছিল। গড়গাঁও ভকত থেকে আসার পথে ভোর ৪টায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।