Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / পহেলগাঁওকাণ্ডের পর দেশদ্রোহিতার অভিযোগে আসামে গ্রেফতার ৪২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পহেলগাঁওকাণ্ডের পর দেশদ্রোহিতার অভিযোগে আসামে গ্রেফতার ৪২

May 05, 2025 08:50:12 PM   অনলাইন ডেস্ক
পহেলগাঁওকাণ্ডের পর দেশদ্রোহিতার অভিযোগে আসামে গ্রেফতার ৪২

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট করার অপরাধে আসামে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ মে) আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা এই খবর নিশ্চিত করেছেন।

হিমন্ত বলেন, "ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে সমর্থন করার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনে ধৃতদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) এর অধীনে মামলা করা হবে।"

অভিযোগ রয়েছে, পহেলগাঁওয়ের ঘটনার পর কিছু ব্যক্তি সামাজিক মাধ্যমে "পাকিস্তান জিন্দাবাদ" লিখে পোস্ট করেছিলেন। এর পরেই তৎপর হয় আসাম পুলিশ। ৩ দিনের মধ্যে ১১ জন অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়, এরপর ১১ দিনে আরও ৩১ জনকে গ্রেফতার করা হয়। ফলে মোট গ্রেফতার হওয়া ব্যক্তির সংখ্যা ৪২ জনে দাঁড়িয়েছে।