Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / ‘জেইউএসসি পাথফাইন্ডার’ আয়োজনের মধ্য দিয়ে জাবি সায়েন্স ক্লাবের নবীনদের বরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

‘জেইউএসসি পাথফাইন্ডার’ আয়োজনের মধ্য দিয়ে জাবি সায়েন্স ক্লাবের নবীনদের বরণ

March 01, 2025 12:05:03 AM   অনলাইন ডেস্ক
‘জেইউএসসি পাথফাইন্ডার’ আয়োজনের মধ্য দিয়ে জাবি সায়েন্স ক্লাবের নবীনদের বরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিতে "জেইউএসসি পাথফাইন্ডার: আনলক ইউর পোটেনশিয়াল" শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (জেইউএসসি)।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের গ্যালারিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন জাবি সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক শফি মোহাম্মদ তারেক। এরপর শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিশ্লেষণী দক্ষতা পরখ করতে ট্রেজার হান্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা অধ্যাপক কবিরুল বাশার বলেন, "সায়েন্স ক্লাব শিক্ষার্থীদের একাডেমিকের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। এর সাবেক সদস্যরা দেশে-বিদেশে গবেষণায় সফলতা অর্জন করছেন।"

অধ্যাপক ফজলুল করিম পাটুয়ারি বলেন, "আমি গত ১৯ বছর ধরে সায়েন্স ক্লাবের কার্যক্রম পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ক্লাবের অবদান প্রশংসনীয়। আমি তাদের উন্নয়নে সবসময় পাশে থাকতে চাই।"

বিকাল ৪টায় ট্রেজার হান্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. কামরুল আহসান বলেন, "বিজ্ঞান প্রকৃতির মৌলিক বিষয়গুলোর উদ্ভাবন এবং প্রয়োগের মাধ্যম। প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হলে বিজ্ঞান ও লিবারেল আর্টসের সমন্বিত জ্ঞান অর্জন করা জরুরি। জাবি সায়েন্স ক্লাবের শিক্ষামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছি।"

অনুষ্ঠানে একাডেমিক সিভি ও ইমেইল রাইটিং বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। আয়োজনের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন লিমা খাতুন ও সৈয়দ কায়েস মাহমুদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাবি সায়েন্স ক্লাবের সভাপতি মো. সৌরভ, সাবেক সভাপতি তারেক মাহমুদসহ অন্যান্য সদস্যরা।