
নিজস্ব সংবাদদাতা:
অর্থ আত্মসাতের অভিযোগে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউট ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ আজিজকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে কলেজের গভর্নিং বডি। কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান স্বাক্ষরিত এক পত্রে তাকে বরখাস্তের বিষয়টি জানানো হয়। জানা যায়, কিছুদিন ধরে প্রতিষ্ঠানের ২১ লক্ষ ২৫ হাজার ৯৬৯ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে ফরহাদ আজিজ এর বিরুদ্ধে। একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর পরেও তিনি বিষয়টি আমলে নেননি। একপর্যায়ে ম্যানেজিং কমিটির এক সভায় অধ্যক্ষকে প্রথমে সাময়িক ও পরে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জানা গেছে পূর্বে অর্থ আত্মসাৎসহ আরো অনেক বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় প্রতিষ্ঠানকে কর্মরত শিক্ষক কর্মচারীরাও তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেয়। তবে গভর্নিং বডির চেয়ারম্যান স্বাক্ষরকৃত বরখাস্ত পত্রটি বিধি মোতাবেক অনুমোদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর আপিল আরবিট্রেশন কমিটিতে পাঠানো হয়েছে বলে পত্রে বলা হয়।