Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জাজিরায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাজিরায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

June 23, 2024 10:59:55 PM   স্টাফ রিপোর্টার
জাজিরায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

শরিয়তপুরের জাজিরায় ১০ বছর বয়সী এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে স্থানীয় শাজাহান বেপারির (৬৫) বিরুদ্ধে ! শাহজাহান বেপারি মৃত নোয়াব আলী বেপারী বেপারির ছেলে। তিনি জেলার জাজিরা উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হাওলাদার কান্দির বাসিন্দা ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ২২ জুন আনুমানিক বিকাল ৫ টার দিকে শাহজাহান বেপারির নাতনির সাথে মেয়েটি তাদের বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে শাহজাহান বেপারির নাতনি বাথরুমে গেলে সুযোগ নিয়ে পানি খাওয়ার নাম করে ঘরে ঢুকে জোরপুর্বক ধর্ষণ করে।

বিষয়টি জানাজানি হলে তার বিরুদ্ধে ভুক্তভোগির মা  বাদী হয়ে  জাজিরা থানায় একটি মামলা দাঁয়ের করেন । পরে ওই বৃদ্ধকে পুলিশ আটক করে শরীয়তপুরের আদালতে প্রেরণ করেছেন!

শিশুটিকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল আহসান হাবিব বলেন, এ ব্যপারে জাজিরা থানায় একটি মামলা দাঁয়ের করা হয়েছে। আসামী গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।