
শরীয়তপুর (জাজিরা) প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ লিজা আক্তার (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত লিজা উপজেলার মূলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আক্কাস ঢালীর স্ত্রী।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪-মে) গভীর রাতে গ্রেপ্তারকৃত আসামি লিজার বাড়িতে অভিযান পরিচালনা করলে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, আট রাউন্ড শর্টগানের লিড কার্তুজ ও চল্লিশটি ইয়াবাসহ তাকে আটক করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় লিজার স্বামী আক্কাস ঢালী।
অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধারের বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে তিনটার সময় তদন্ত ওসি সুজন হকের নেতৃত্বে এসআই হুমায়ুন কবির, এএসআই বেলাল হোসেনসহ জাজিরা থানা পুলিশের একটি টীম অভিযান পরিচালনা করে। এসময় অস্ত্র, গুলি, ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়। এসবের অপর সহোযোগী ওই নারীর স্বামী আক্কাস ঢালী পালিয়ে বেড়াচ্ছেন। আটক লিজা ও তার স্বামী আক্কাস ঢালীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।