
শরীয়তপুরের জাজিরায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৪শ ৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিসের সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০২৪-২৫ অর্থ বছরে আধুনিক জাতের রবিশস্য ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত মানের সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও আড়হর ডালের সার ও বীজ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসলিমা জাহান রুনিয়া এবং বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। এছাড়া, প্রণোদনা নিতে আসা কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক জানান, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের মাধ্যমে সরকার কৃষকদের কৃষি কাজে উদ্বুদ্ধ করছে। চলতি মৌসুমে জাজিরা উপজেলায় ২১.৪২ মেট্রিকটন বিভিন্ন ফসলের উন্নত জাতের বীজ ও ৮৭.৬৫ মেট্রিকটন সার বিতরণ করা হয়েছে।
এভাবে, কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করা হচ্ছে যাতে তারা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়াতে পারেন।