
শরীয়তপুরের জাজিরায় ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে জাজিরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের আড়াচন্ডি মোড় থেকে তাদের আটক করা হয়। এসময় একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কাজিয়াতলি এলাকার শিশু মিয়ার ছেলে রুবেল (২৫) এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার চাকুলিয়ার পশ্চিম পাড়া গ্রামের মৃত মহাসিন মিয়ার ছেলে আব্দুর রশিদ (৩২)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মো. আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, জাজিরা থানার একটি টহল টিম রাত্রিকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পদ্মাসেতু এলাকা থেকে একটি পিক-আপ গাড়িতে মাদকের চালান যাচ্ছে। পরে আড়াচন্ডি এলাকায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ৮ কেজি গাঁজা উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়।
এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আটক আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।