Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জাজিরায় চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাজিরায় চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১

March 13, 2025 10:56:52 PM   উপজেলা প্রতিনিধি
জাজিরায় চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১

জাজিরায় বাজার দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সোহরাব মাদবর নামে একজন আহত হয়েছেন। এ ঘটনায় বাজারের দোকানদারদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, রাজ্জাক মাদবরপন্থীরা সুযোগ নিয়ে বাজার দখলে নিয়ে চাঁদাবাজি করছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাজারের লোকজন সোহরাব মাদবরকে মারধর করেছে। দোকানদারদের দাবি, চাঁদাবাজির বিষয়ে তারা সাক্ষী দিতে প্রস্তুত এবং ঘটনার ভিডিও প্রমাণও রয়েছে।

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে রাজ্জাক মাদবরের চাচা মোসলেম মাদবর বলেন, বাজারের দোকানগুলো তাদের জমিতে গড়ে উঠেছে, তাই তারা আগে ভাড়া তুলতেন। কিন্তু মজিবর বানিয়া ও সাইদুল সরদার জায়গা দখল করে দোকানগুলো থেকে টাকা আদায় করছে। এ নিয়ে দ্বন্দ্বের জেরে গতকাল তাদের লোকজন সোহরাব মাদবরের ওপর হামলা চালিয়ে আহত করেছে। তবে বাজার থেকে তারা কোনো অর্থ আদায় করেন না বলে দাবি করেন তিনি।

এদিকে গণধোলাইয়ের শিকার সোহরাব মাদবরের চাঁদা তোলার একটি ভিডিও প্রতিবেদকের কাছে এসেছে। সেখানে তাকে দোকানদারদের কাছ থেকে টাকা নিতে দেখা গেছে। তবে এ বিষয়ে মোসলেম মাদবর কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।