Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জাজিরায় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা ছড়ানোসহ নানা অভিযোগ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাজিরায় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা ছড়ানোসহ নানা অভিযোগ!

May 19, 2024 10:09:00 PM   স্টাফ রিপোর্টার
জাজিরায় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা ছড়ানোসহ নানা অভিযোগ!

শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের মাঝে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর বিরুদ্ধে কালো টাকা ছড়ানোসহ নানা অভিযোগ তুলেছেন তার প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কার প্রার্থী এসএম আমিনুল ইসলাম রতন।

এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন রতন। অভিযোগপত্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গভীররাত পর্যন্ত মাইকিং, ব্যানার পোস্টারে নৌকা মার্কার ছবি টাঙানোও অভিযোগ তুলেছেন তিনি।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে অভিযোগের বিষয়টি জানান এসএম আমিনুল ইসলাম রতন। তিনি বলেন, ‘ইদ্রিস ফরাজী মানি এক্সচেঞ্জের অবৈধ ডলার ব্যবসা করে কালো টাকা আয় করছেন। সেই কালো টাকা এখন ভোটারদের মাঝে বিলি করছেন।’

তিনি আরও বলেন, “নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের মাঝে নগদ টাকা দিচ্ছেন। এছাড়া নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন একের পর এক। এতে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হবে বলে আমি আশঙ্কা করছি।”

অভিযোগের বিষয় হাজী ইদ্রিস ফরাজীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রশ্ন শুনে ফোনের সংযোগটি বিছিন্ন করে দেন।

জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা বলেন, কোনো প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করেন লিখিতভাবে তার সুস্পষ্ট অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।