Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জাজিরায় ব্যবসায়ীর বাড়িতে নারী-শিশুকে জিম্মি করে ডাকাতি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাজিরায় ব্যবসায়ীর বাড়িতে নারী-শিশুকে জিম্মি করে ডাকাতি

January 29, 2025 06:01:05 PM   স্টাফ রিপোর্টার
জাজিরায় ব্যবসায়ীর বাড়িতে নারী-শিশুকে জিম্মি করে ডাকাতি

স্টাফ রিপোর্টার:
শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক হিন্দু ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির নারী ও শিশুদের হাত-পা বেঁধে রেখে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সেনেরচর ইউনিয়নের আহম্মেদ মাদবর কান্দি (৪ নম্বর ওয়ার্ড) এলাকার সাধন মণ্ডলের বাড়িতে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী প্রান্ত মণ্ডল (১৬) জানান, ঘটনার সময় তার মা ও পরিবারের অন্যান্য সদস্যরা দ্বিতীয় তলায় টিভি দেখছিলেন। আনুমানিক রাত ৯টার দিকে তারা শোনেন, তাদের পোষা কুকুরগুলো জোরে চেঁচাচ্ছে। এ সময় তিনি নিচে এসে দেখেন, ৮-১০ জন মুখোশধারী লোক ধারালো অস্ত্রসহ বাড়ির ভেতরে ঢুকছে। তারা প্রান্তকে জানায়, “দরজা খুলবি না, আমাদের কাছে খবর আছে, তোদের ঘরে আওয়ামী লীগ নেতা রয়েছে, আমরা সার্চ করে দেখবো।” পরে তারা ঘরে ঢুকে ডাকাতি চালায়।

অন্য এক প্রত্যক্ষদর্শী শিল্পী মণ্ডল বলেন, ডাকাতরা প্রথমে ঘরে ঢুকে মোবাইল কেড়ে নেয়, তারপর পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং কথা বলতে নিষেধ করে। এরপর বিভিন্ন রুমের দরজা ভেঙে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

বাড়ির মালিক সাধন মণ্ডল জানান, তিনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তাকে ফোনে জানানো হয় যে তার বাড়িতে ডাকাতি হয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে এবং বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হবো। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি।”