Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জাজিরায় মানবপাচার মামলায় জসিম মাদবর নামে একজন গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাজিরায় মানবপাচার মামলায় জসিম মাদবর নামে একজন গ্রেপ্তার

November 30, 2024 07:01:03 PM   স্টাফ রিপোর্টার
জাজিরায় মানবপাচার মামলায় জসিম মাদবর নামে একজন গ্রেপ্তার

ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে শরীয়তপুরের জাজিরায় জসিম মাদবর নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সকালে জাজিরার কাজির হাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত জসিম জাজিরার বড় গোপালপুর ইউনিয়নের পাঁচু মাদবর কান্দি (৪-নং ওয়ার্ড) গ্রামের মৃত সাদেক মাদবরের ছেলে।

এর আগে উপজেলার বিকেনগর (বড় কৃষ্ণনগর) ইউনিয়নের ছোবান্দি মাদবর কান্দি এলাকার আইয়ুব আলী মোল্লার ছেলে রফিক মিয়া (২১) নামে একজনকে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে জাজিরা থানায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে রফিককে ৫ লাখ টাকা চুক্তিতে লিবিয়া পাঠায় জসিম। পরে লিবিয়ায় বেতন বেশি না হওয়ায় লিবিয়া থেকে অবৈধভাবে ইতালিতে পাঠানোর কথা বলে রফিককে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করে জসিম।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, "লিবিয়ায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় জসিম নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।"