
শরীয়তপুরের জাজিরার নাওডোবা ইউনিয়নের জমাদ্দার স্ট্যান্ড এলাকা থেকে ৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার অখিলউদ্দিন মুন্সি কান্দি গ্রামের হাজী আব্দুল খালেক মৃধার ছেলে পলাশ মৃধা (৩২) এবং একই গ্রামের মৃত আবুল কালাম হাওলাদারের ছেলে মো. ইমরান হাওলাদার (৩৪)।
পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম নাওডোবার জমাদ্দার স্ট্যান্ডে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে।
ওসি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।