Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / জাতীয় সংগীত বিকৃত করে টিকটক ভিডিওর জন্য যুবলীগ নেতা গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাতীয় সংগীত বিকৃত করে টিকটক ভিডিওর জন্য যুবলীগ নেতা গ্রেফতার

February 18, 2025 07:46:36 PM   উপজেলা প্রতিনিধি
জাতীয় সংগীত বিকৃত করে টিকটক ভিডিওর জন্য যুবলীগ নেতা গ্রেফতার

জাতীয় সংগীত বিকৃত করে ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে কটুক্তি মূলক ভিডিও টিকটক মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আওয়ামী যুবলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ আলম মিয়া, তিনি সন্তোষপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য এবং গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার বাসিন্দা।

কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার মোঃ আলমগীর হোসেন জানান, আলম মিয়া গত ৩-৪ দিন আগে তার টিকটক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে বাংলাদেশের জাতীয় সংগীতকে বিকৃত করে ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উস্কানিমূলক কটুক্তি করা হয়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় আলম মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ জানান, আলম মিয়া দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছিলেন। তাকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।