Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব আওয়াল খানের ইন্তেকাল, দাফন সম্পন্ন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব আওয়াল খানের ইন্তেকাল, দাফন সম্পন্ন

October 12, 2023 07:30:46 PM   উপজেলা প্রতিনিধি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব আওয়াল খানের ইন্তেকাল, দাফন সম্পন্ন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব আওয়াল খান (৮২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে গত বুধাবার (১১ অক্টোবর) রাত ১২টার দিকে ইন্তেকাল করিয়াছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বাদ আছর মরহুমের গ্রামের  বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউশখালি ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাউশখালির খান পরিবারের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে আওয়াল খান স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৪২ সালে জন্ম গ্রহণ করেন উপজেলার বল্লভদী বাউশখালী খান পরিবারে জন্মগ্রহন করেন। তিনি রুপপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে রামদিয়া কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সিটি কলেজ থেকে বি.কম পাস করে সরকারি চাকরিতে যোগদান করেন। চাকুরি জীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে কাজ করেছেন। তার বড় ছেলে ডাঃ আশরাফুল আলম সজল ঢাকার স্কয়ার হাসপাতালের কার্ডিওলোজি বিভাগে কর্মরত আছেন এবং ছোট ছেলে ছেলে ডাঃ শরিফুল আলম সবুজ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ব বিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। কিছুদিন আগে আওয়াল খান অসুস্থ হয়ে পরলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঢাকার মিরপুরে প্রথম সকালে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি সালথায় নিয়ে আসা হয়, সেখানে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় তার বড় ছেলে ডাঃ আশরাফুল আলম সজল, শরিফুল আলম সবুজ, মোঃ শাহ আলম খান তুহিন, ঢাকার ট্রাভেলস এজেন্সির মোঃ আহসান হাবিব এবং জনপ্রতিনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।