Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জাবিতে সৌহার্দ্য-সম্প্রীতির গণ-ইফতার অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাবিতে সৌহার্দ্য-সম্প্রীতির গণ-ইফতার অনুষ্ঠিত

March 11, 2025 10:25:45 PM   স্টাফ রিপোর্টার
জাবিতে সৌহার্দ্য-সম্প্রীতির গণ-ইফতার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সৌহার্দ্য-সম্প্রীতির গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অংশীজনসহ দেড় হাজারেরও বেশি রোজাদার অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান এবং প্রক্টর এ.কে.এম রাশিদুল আলম।

আয়োজকদের একজন হুসনী মুবারক জানান, গত বছর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গণ-ইফতারে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি গণ-ইফতার আয়োজন করা হয়েছিল। তার ধারাবাহিকতায় এবারও একই আয়োজন করা হয়েছে।

আরেক আয়োজক জিয়াউদ্দিন আয়ান জানান, বন্ধু-বান্ধব ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে। ভবিষ্যতেও প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, শিক্ষার্থীদের এমন উদ্যোগ প্রশংসনীয়। এখান থেকে সম্প্রীতির শিক্ষা গ্রহণ করতে হবে এবং তা সারা বছর ধরে পালন করতে হবে।

তিনি আরও বলেন, সবার মাঝে ইতিবাচক পরিবর্তন আসছে। আমরা যেভাবে এসেছি, সেভাবেই যেন আল্লাহর কাছে ফিরে যেতে পারি, সেই শিক্ষাটা রমজান থেকেই নিতে হবে।