
পবিত্র রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অনেক অতিথি ইফতার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
শুক্রবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ছাত্রদল এই আয়োজন করে। এতে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ জবি ছাত্রদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জুমার নামাজের পর থেকে আমন্ত্রিত অতিথিরা আসতে থাকেন। তবে ইফতারের সময় হলে দেখা যায়, অনেকেই খাবার পাননি। হতাশ হয়ে অনেক অতিথি অন্যত্র ইফতার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী বলেন, “আমার ডিপার্টমেন্টের ইফতার বাদ দিয়ে এখানে এলাম, কিন্তু ইফতারই পেলাম না। এটা খুবই দুঃখজনক।”
এক তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলেন, “ছাত্রদলের নিজেদের মধ্যেই কোন্দল আছে, তাই আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।”
এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “অনেক সিনিয়র নেতারা সঙ্গীসহ আসায় খাবার কম পড়ে যায়। পরে আমরা বাইরে থেকে খাবার এনে অনেককে দিয়েছি, তবে আমরা বুঝতে পারিনি এত মানুষ আসবে।”