Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

February 14, 2025 02:18:49 PM   দেশেরপত্র ডেস্ক
জবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

জবি সংবাদদাতা:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এই ইউনিটের পরীক্ষায় ৫৯০টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী। অর্থাৎ, প্রতি আসনের জন্য লড়ছেন ৪৩ জন ভর্তিচ্ছু।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টা  থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে থাকেন ভর্তিচ্ছুরা এবং সকাল সাড়ে ৮ টার দিকে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করেন।  

জানা যায়, ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে চলবে। প্রথম শিফট শুরু হয় সকাল সাড়ে ৯ টায়, শেষ হয় সাড়ে ১০টায়। আর দ্বিতীয় শিফট বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে, যেখানে মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনী ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনী পরীক্ষায় থাকবে ২৪ নম্বর, আর লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৮ নম্বর। এ ছাড়া এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর গণনা করা হবে।