Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / জবিস্থ জামালপুর জেলা ছাত্র কল্যাণের ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জবিস্থ জামালপুর জেলা ছাত্র কল্যাণের ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 19, 2025 09:41:47 PM   অনলাইন ডেস্ক
জবিস্থ জামালপুর জেলা ছাত্র কল্যাণের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জবি সংবাদদাতা:
পবিত্র রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত জামালপুর জেলার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিয়ে জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের ব্যবস্থাপনা বিভাগের ২১৫ নম্বর কক্ষে এই ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর হামদ, নাত ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ. এস. এম. আব্দুল হালিম, ভাসানী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, জবিয়ান জামালপুর ফোরামের আহ্বায়ক ও হযরত শাহজালাল (র.) হাসপাতালের এমডি আশরাফুল ইসলাম বুলবুল, ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপদেষ্টামণ্ডলী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকসহ প্রায় শতাধিক অংশগ্রহণকারী।

সংগঠনটির সাধারণ সম্পাদক শাকিল খান বলেন, "জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ জামালপুর জেলার ছাত্র-ছাত্রীদের আবেগের জায়গা, সকলের সরব উপস্থিতি তা প্রমাণ করে। জামালপুর জেলার ছাত্র-ছাত্রীদের কল্যাণে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।"

সংগঠনটির সভাপতি হারুন বলেন, "আজকের এই ইফতার মাহফিল এক গণজোয়ার তৈরি করেছে। যারা এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য পরিশ্রম করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমরা সবাই মিলে জামালপুর জেলাকে অনন্য উচ্চতায় নিয়ে যাব, ইনশাআল্লাহ।"

প্রধান উপদেষ্টা মিয়া রাসেল বলেন, "জবিস্থ জামালপুর জেলা ছাত্র কল্যাণ আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়েছে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে নিজেদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় হয়। জেলা থেকে আগত সকল শিক্ষার্থীদের ঐক্য গঠন করাই আমাদের মূল লক্ষ্য। আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাব, ইনশাআল্লাহ।"