
শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চর চিকন্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই হামিদ খান (৬৫) তার আপন ছোট ভাই মনির খান (৬০) ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীসহ এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার দাবি করেছেন।
সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর হামিদ খান শরীয়তপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মনির খান, তার স্ত্রী ও দুই ছেলেসহ মোট ছয়জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার নম্বর সিআর ৮০৯/২০২৪ (পালং)। মামলায় অভিযোগ করা হয়, গত ২৬ নভেম্বর ও ৩ ডিসেম্বর বিবাদীরা হামিদ খানের স্ত্রী সাজেদা বেগমকে মারধর করে গুরুতর আহত করেছেন।
তবে ভুক্তভোগী মনির খান ও এলাকাবাসীর দাবি, উল্লেখিত তারিখগুলোতে ঘটনাস্থলে কোনো মারামারির ঘটনা ঘটেনি। সাজেদা বেগমের হাসপাতালে ভর্তি থাকার দাবিকেও মিথ্যা বলে অভিহিত করেন তারা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
মনির খান বলেন, আমাদের জমি নিয়ে বড় ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরেই মিথ্যা মামলায় আমাদের ফাঁসানো হচ্ছে।
অভিযুক্ত হামিদ খান স্বীকার করেন যে, মারামারির ঘটনা ঘটেনি। তিনি বলেন, মামলার বিষয়গুলো উকিলের পরামর্শে করা হয়েছে।
এ বিষয়ে পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, আদালত থেকে তদন্তের আদেশ এখনও থানায় পৌঁছায়নি। তিনি বলেন, ঘটনা মিথ্যা হলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।
এলাকাবাসী সঠিক তদন্ত ও ন্যায্য বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।