Date: May 18, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / জমির মালিককে না জানিয়ে জমি থেকে মাটি কাটার অভিযোগ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জমির মালিককে না জানিয়ে জমি থেকে মাটি কাটার অভিযোগ!

March 24, 2024 08:56:08 PM   উপজেলা প্রতিনিধি
জমির মালিককে না জানিয়ে জমি থেকে মাটি কাটার অভিযোগ!

উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়মনীতির তোয়াক্কা না করে ইটভাটার জন্য অবাধে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। জমির মালিকের অভিযোগ, অনেক সময় জোর করে জমির মালিককে না বলেই একটি চক্র মাটি কেটে নিয়ে যাচ্ছে। ফলে ফসলি জমি পরিণত হচ্ছে পুকুরে। ফসল ফলানো নিয়ে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে অনেককে।

ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে বলা হয়েছে, অবৈধভাবে মাটিকাটা ও উত্তোলন প্রকৃতি কোন ক্ষতি সাধিত হোক বা না হোক আর এ কাজও অপরাধ বলে গণ্য হবে। এর  জন্য দুই বছর থেকে ও ৬ মাস পর্যন্ত জেল হতে পারে এবং ২ লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে এই আইন প্রয়োগ করা যাবে।

জমির মালিক আলি আল রাজির অভিযোগ, ইটভাটার মালিক মো. আবুল কালাম আজাদের মধ্যে গত ০১-০১-২০২২ তারিখ হতে ৩১-১২-২০২৪ তারিখ পর্যন্ত জমিতে ইট তৈরি ও রাখার জন্য লিজ দেওয়া হয়। কিন্তু তিনি মাটি রেখে নিয়ে যাওয়ার সময় জমি অনেক গভীর করে মাটি উত্তোলন করেন। এ বিষয়ে তাকে জিজ্ঞেস করায় জমির মালিককে হুমকি ও ভয়ভীতি দেখান বলে অভিযোগ করেন আলি আল রাজি।

স্থানীয় হুমায়ুন প্রমানিক (৫৫) বলেন, গত শুক্রবার জমির মালিক বাবুএসে তার জমিতে গর্ত করে মাটি কাটা হয়েছে বলে ভাটার লোকজনের সাথে এই বিষয়ে কথা বলার পর ভাটা মালিক মানিক আবার ভেকু দিয়ে গর্ত বন্ধ করে দিলো।

ভাটার মালিক মো. আবুল কালাম আজাদ বলেন, আমার সাথে ৫ বিঘা জমির চুক্তি হয়েছে। আমার এখানে উঁচু করে মাটি রাখা ছিল। জমির মালিক আলি আল রাজি বাবু এসে বলার সঙ্গে সঙ্গে আমি আমার মাটি অন্যথায় সরিয়ে নিয়ে সমতল করে দিয়েছি।

অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। মালিককে না জানিয়ে মাটি কেটে নেওয়ার লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।