
জামালপুরের ইসলামপুরে নিখোঁজের একদিন পর সমজ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ইসলামপুর পৌরসভার টিএন্ডটি অফিসের সামনের পানি নিষ্কাশনের ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সমজ উদ্দিন উপজেলার পাথর্শী ইউনিয়নের বড় দেলিরপাড় এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ইসলামপুর পৌরসভার টিএন্ডটি অফিসের সামনে রাস্তার পাশের ড্রেনে একটি মানুষের পা দেখতে পান। বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের পরিবার মরদেহটি সমজ উদ্দিনের বলে শনাক্ত করে।
নিহতের বড় মেয়ে সিমা আক্তার জানান, “আমার বাবা গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেরাপি নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। অনেক রাত পর্যন্ত বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। আজ সকালে খবর পাই ড্রেনের মধ্যে একটি মরদেহ পাওয়া গেছে। টিএন্ডটি অফিসের সামনে গিয়ে দেখি ড্রেনের মধ্যে বাবার লাশ পড়ে আছে।”
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, সমজ উদ্দিন নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহত ব্যক্তি হাড় ক্ষয়জনিত রোগে ভুগছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।