Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / জুলাই বিপ্লবের চেতনায় এবারের 'সিনেমাকিং' চলচ্চিত্র উৎসব, পর্দা নামবে আগামীকাল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

জুলাই বিপ্লবের চেতনায় এবারের 'সিনেমাকিং' চলচ্চিত্র উৎসব, পর্দা নামবে আগামীকাল

February 25, 2025 10:37:42 PM   অনলাইন ডেস্ক
জুলাই বিপ্লবের চেতনায় এবারের 'সিনেমাকিং' চলচ্চিত্র উৎসব, পর্দা নামবে আগামীকাল

জাবি প্রতিনিধি:
‘রক্তের ঋণে স্বাধীনতা, জাগ্রত হোক মানবতা’ স্লোগানে জুলাই বিপ্লবের চেতনায় আয়োজিত ৫ম সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামীকাল সমাপ্তি ঘটবে। গত বছরের ১৮ ডিসেম্বর শুরু হওয়া এ উৎসবে ৬৮টি দেশের ২৩৫টি চলচ্চিত্র বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা করেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।

উৎসবের "ইনস্টিটিউট ফোকাস" বিভাগে ২৬টি দেশের ৫২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্র প্রতিযোগিতা করেছে। দুই পর্বের এ উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হয় চলতি বছরের ২১ ফেব্রুয়ারি, যা চলবে আগামীকাল পর্যন্ত। দেশের বর্তমান পরিস্থিতির কারণে উৎসবে অংশগ্রহণকারী অধিকাংশ বিদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও কলাকুশলীরা ভার্চুয়ালি অংশ নেন, তবে পাকিস্তানি চলচ্চিত্র নির্মাতা ও লাহোর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের সহযোগী অধ্যাপক কায়নাত থেবু সরাসরি উপস্থিত ছিলেন।

উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র ছিল বেলজিয়ান পরিচালক আনি ক্লার্ক ও মিশেল ভ্যান ডের ভেকেন পরিচালিত "এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস", যা সেরা ডকুমেন্টারি চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। এছাড়া, পাকিস্তানি নির্মাতা কায়নাত থেবুর "মেড উইথ লাভ" ডকুমেন্টারি বেস্ট এশিয়ান ডকুমেন্টারি পুরস্কার অর্জন করেছে।

আজ সন্ধ্যা ৭টায় মেঘ ফাউন্ডেশনের সভাকক্ষে উৎসবের বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। চলচ্চিত্র প্রতিযোগিতার পাশাপাশি ‘ফ্যাসিবাদের কবলে চলচ্চিত্র ও সংস্কৃতি’, ‘মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় চলচ্চিত্রের ভূমিকা’, ‘জুলাই ৩৬ প্রেক্ষিত কালচারাল পলিটিক্স’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ‘নেক্সট জেনারেশন লিডার’ তথ্যচিত্রের ট্রেইলার।

আগামীকাল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানি নির্মাতা কায়নাত থেবু, বিশেষ অতিথি থাকবেন সিনেমাকিং লিমিটেডের চেয়ারম্যান রিনাত সুলতানা ও কিশলয় বিদ্যাপীঠের পরিচালক নাজির খান লিটন। সভাপতিত্ব করবেন সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক ও মেঘ ফাউন্ডেশনের পরিচালক মনজুরুল ইসলাম মেঘ।

আয়োজক মনজুরুল ইসলাম মেঘ বলেন, "চলচ্চিত্রের মাধ্যমে বহুদেশীয় সম্পর্ক স্থাপন এবং বিশ্বদরবারে বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সম্প্রতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকামী ছাত্র-জনতা নতুন বাংলাদেশ তৈরি করেছে। মুক্তিকামী গণমানুষের সেই চেতনাকে ধারণ করেই আমাদের এই আয়োজন।"

উল্লেখ্য, মেঘ ফাউন্ডেশনের আয়োজনে ও ঢাকা ফেস্টিভালের সহযোগিতায় ২০২০ সাল থেকে প্রতি বছর সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারের ৫ম আসরটি জুলাই আন্দোলনের শহিদদের উৎসর্গ করা হয়েছে।