
সারাদেশের মতো কুমিল্লা সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসেও অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুদক কুমিল্লা আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় দুদক কুমিল্লা আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, "বিআরটিএ কুমিল্লা সার্কেল অফিসে দালাল ছাড়া কোনো কাজ হয় না। সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়েরও অভিযোগ পেয়েছি। এছাড়া আনসার বাহিনীর কিছু সদস্যকেও এসব কাজে জড়িত থাকার অভিযোগ এসেছে।"
তিনি আরও জানান, "প্রথমে ছদ্মবেশে অভিযান চালিয়ে আমরা বেশ কিছু অভিযোগের সত্যতা পেয়েছি। তবে আনসার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে পাওয়া অভিযোগের ক্ষেত্রে সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া অফিসের কোনো কর্মকর্তা এ ধরনের কাজে জড়িত আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।"
এ সময় দুদকের দল অফিসের বিভিন্ন নথি সংগ্রহ করে, যা পর্যালোচনা শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান সহকারী পরিচালক মাসুম আলী।