
জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় এবং পৃথিবী ও মানবতার কল্যাণে একটি নতুন অর্থনৈতিক কাঠামো গড়ার আহ্বান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ নভেম্বর) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে আজারবাইজানের বাকুতে এলডিসি উচ্চ পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান ড. ইউনূস।
কপ-২৯ সম্মেলনের ফাঁকে রুদ্ধদ্বার এ বৈঠকে অংশ নেন নেপাল, মালাউই, গাম্বিয়া, লাইবেরিয়া এবং বাংলাদেশের নেতারা। বৈঠকে ড. ইউনূস বলেন, “আমাদের এমন একটি অর্থনৈতিক কাঠামো দরকার, যা পৃথিবী এবং মানুষের জন্য কল্যাণকর হবে।” তিনি তরুণদের জন্য নতুন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় ‘সামিট ফর দ্য ফিউচার’ সম্মেলনের প্রতি সমর্থন জানান।
ড. ইউনূস বর্তমান অর্থনৈতিক কাঠামোর সমালোচনা করে বলেন, “এই কাঠামো ভোগবাদকে উৎসাহিত করছে, যা শুধু বর্জ্য তৈরি করে। আমাদের শূন্য বর্জ্যের একটি পৃথিবী গড়তে হবে।”
প্রতি বছর কপ জলবায়ু সম্মেলনের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন উল্লেখ করে ড. ইউনূস বলেন, “প্রতি বছর বৈঠক করা সময় ও সম্পদের অপচয়। আমাদের একটি স্থায়ী পরিকল্পনা প্রণয়ন করতে হবে যা দেশের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী হবে।”
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এলডিসিগুলোর প্রতি বড় তহবিল সংগ্রহের আহ্বান জানিয়ে বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে স্বল্পোন্নত দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তাদের সুরক্ষার জন্য আমাদের কার্যকর উদ্যোগ প্রয়োজন।”