
মোলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের জুড়ীতে আপন চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী মাসুক মিয়াকে (৪৮) আটক করেছে পুলিশ।
গত বুধবার (১৩ অক্টোবর) রাতে তাকে তার বাড়ী থেকে আটক করেছে জুড়ী থানা পুলিশ।
ধর্ষণের অভিযোগে ভিকটিমের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে জুড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৮ ই অক্টোবর বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের বীরগোগালী গ্রামের মৃত তোফাজ্জল হোসেন এর পুত্র কামিনীগন্জবাজারের কাঁচামাল আড়তদার ব্যবসায়ী মাসুক মিয়া তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে ফাহিমা আক্তার কে নিয়ে পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার মাগুরা এলাকায় ভাড়া বাসায় বসবাসরত চাচা জয়নাল হোসেনের বাসায় যায়।সেখানে গিয়ে তাদেরকে তার মেয়ের বিয়ের অনুষ্টানের কথা বলে চাচাতো বোন সুমাইয়া আক্তার(১৬) কে নিজবাড়ীতে নিয়ে আসে। রাত ১২.৩০ টায় তার মেয়ে ও চাচাতো বোন কে তার রুমে নিয়ে গল্প করে কিছুক্ষণ পরে তার মেয়েকে রুম থেকে চলে যেতে বললে সে চলে যায়। আরও কিছু সময় খোশ গল্প করে চাচাতো বোন কে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরদিন ভোরে বিবাদীর ছেলের মোবাইল হইতে সুমাইয়া তার ভাই মামলার বাদী আনোয়ার হোসেন কে বিষয়টি জানায় এবং তাকে সেখান থেকে উদ্ধার করে নেয়ার জন্য বলে। তৎক্ষণাৎ মামলার বাদী তার বোনকে উদ্বার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।