
জুড়ী সংবাদদাতা:
মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হলে কোভিড-১৯ প্রতিরোধমূলক কার্যক্রমে কমিউনিটি নেতৃবৃন্দদের সম্পৃক্ত করে ঝুঁকি নিরূপন যোগাযোগিমূলে টিকা বার্তা পৌঁছে দিয়ে জন সম্পৃক্ততা জোরদারকরণ প্রকল্প বাস্তবায়নের উপর এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন পশ্চিমজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু। বেসরকারি এনজিও সংস্থা “সাকো”র নির্বাহী পরিচালক শামীম আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. সিরাজুল ইসলাম, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আব্দুস শহীদ, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাস, রত্না চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জি. এম বদরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মনাফ, আব্দুল লতিফ, আব্দুল কাইয়ুম প্রমুখ।