Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারে নি : মোজাম্মেল হক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারে নি : মোজাম্মেল হক

August 25, 2023 09:13:08 PM   জেলা প্রতিনিধি
জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারে নি : মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, জিয়া পরিবার মন থেকে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারে নি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি পাকিস্তানিদের এজেন্ট হিসেবে কাজ করেছেন। জাতির পিতাকে হত্যা করিয়েছে এই জিয়াউর রহমান। তারই ছেলে তারেক রহমান গ্রেনেড হামলা চালয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। তারা এ দেশের স্বাধীনতার শক্তিকে স্তব্ধ করে দেয়ার সব চেষ্টা করেছে।

গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের উদ্যোগে শুক্রবার বিকালে(২৫ আগস্ট) গাজীপুর চৌরাস্তা এলাকার হক মার্কেট এ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গণভোজ দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে মন্ত্রী। গণভোজ দোয়া ও আলোচনা সভার সভাপতিত্ব করেন, গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি মোঃ আঃ সোবাহান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেন, তাদের সাধের পাকিস্তান ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে রুদ্ধ করে দিতে স্বাধীনতাবিরোধী শক্তি আবার ষড়যন্ত্র শুরু করেছে। 

আয়োজিত শোক দিবস ও শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গণভোজ দোয়া ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগরের বাসন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হিরা সরকার,  গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি এম আসাদুল কবিরসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।