
জয়পুরহাট (ভ্রাম্যমাণ) প্রতিনিধি:
জয়পুরহাট জেলা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাট শান্তিনগরে মোঃ মাসুদ রানা চৌধুরীর সভাপতিত্বে হেযবুত তাওহীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় আমির মোঃ আশেক মাহমুদ জেলা নারী সম্পাদিকা লিজা আক্তার, সাধারণ সম্পাদক টিটু আহমেদ, রাজনীতিক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মাসুদ রানা, অর্থ বিষয়ক সম্পাদক আবু কালাম, জেলা সাহিত্য এবং গবেষণা সম্পাদক জামাল উদ্দিন, চিকিৎসা বিষয়ক সম্পাদক তানিম হোসেন , আক্কেলপুর উপজেলা সভাপতি আসলাম দেওয়ান, পাঁচবিবি উপজেলার সভাপতি আসাদুজ্জামান মুকুল, আক্কেলপুর উপজেলা রানার নাট্য পরিচালক মিজানুর রহমান কাজল, সাংবাদিক সুজাউল ইসলাম সুজা, এবং জয়পুরহাট জেলা বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ।
এ সময় আগত বক্তারা বলেন, মাহে রমজান মাসের রোজা আমাদের আত্মসংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রোজাদারদের জন্য এ ইফতারের আয়োজন করতে পেরে এবং তাদেরকে দুমুঠো খাওয়াতে পেরে আমরা আনন্দিত। সমাজের সচ্ছল ও বিত্তবানরা এভাবে এগিয়ে আসেন তাহলে রোজাদারদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও অটুট হবে। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।