Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / জয়পুরহাটে সুজন হত্যার বিচারের দাবিতে হেযবুত তওহীদের গণসংযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জয়পুরহাটে সুজন হত্যার বিচারের দাবিতে হেযবুত তওহীদের গণসংযোগ

September 19, 2022 07:42:27 AM  
জয়পুরহাটে সুজন হত্যার বিচারের দাবিতে হেযবুত তওহীদের গণসংযোগ

নিজেস্ব প্রতিনিধি:
গত ২৩ আগস্ট মঙ্গলবার রাতে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হেযবুত তওহীদের পাবনা স্থানীয় কার্যালয়ে হামলা চালায়। এতে হেযবুত তওহীদের ১০ সদস্য আহত হন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানেই ২৪ আগস্ট রাত আড়াইটায় সুজন শেখ নামে এক সদস্য মারা যান।
আজ রবিবার সকালে জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের সভাপতি মো: মাসুদ রানা চৌধুরীর নেতৃত্বে, সুজন হত্যার বিচারের দাবিতে আক্কেলপুর উপজেলায় গণসংযোগ করেছে জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের নেতৃবৃন্দ।  এসময় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মো: টিটু আহম্মেদ, আক্কেলপুর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মো. গাজিউল ইসলাম গাজি, অনলাইন ও প্রকাশনা বিষয় সম্পাদক আবু হাসান সাদ্দাম অর্থ সম্পাদক মো.আবু কালাম সহ অন্যান্য সদস্য বৃন্দু।
বক্তব্যে জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের সভাপতি মো: মাসুদ রানা চৌধুর বলেন, আমাদের জেলা বা উপজেলায় এমন ন্যাক্কারজনক ঘটনা যেন কোন জজ্ঞিবাদী, ধর্মব্যাবসায়ী, সন্ত্রাসী গোষ্ঠী না করতে পারে সে বিষয়ে সকলকে অবগত করছি। আমরা বলছি সমাজে যারা এমন অন্যায় কাজ করে মুহুর্তেই গুজব এবং হুজগ সৃষ্টি করে সাধারন মানুষের উপর হামলার উস্কানি দিয়ে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে তাদেরকে চিহ্নিত করে আইনের ধারায় যথাযথ বিচারের ব্যবস্থা করা হোক।