Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ঝিনাইগাতী উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝিনাইগাতী উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং

March 21, 2023 08:59:21 PM   স্পোর্টস ডেস্ক
ঝিনাইগাতী উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং

ঝিনাইগাতী প্রতিনিধি, শেরপুর:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষণার উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২১ মার্চ)  বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আল মাসুদ।

প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। অনান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, ওসি (তদন্ত) আবুল কাশেম,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, মোজাম্মেল হক ও রুকুনুজ্জামান,  যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ সহ উপজেলার সর্বসাধারণ ও গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলায় মুজিব বর্ষের উপহার হিসেবে ' ক' শ্রেণীভুক্ত ভূমিহীন-গৃহহীন ৭৫ টি ছিন্নমূল পরিবারকে নতুন গৃহ প্রদান করা হবে। সেইসাথে আর‌ও ৪৩টি পরিবারকে বিভিন্ন গুচ্ছগ্রামে নতুন ঘর প্রদান করা হবে। এতে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৪র্থ পর্যায়ে ঝিনাইগাতী উপজেলার ১২৩ টি পরিবারকে নতুন গৃহ প্রদান করা হবে। আগামীকাল ২২ মার্চ সকালে প্রধানমন্ত্রীর গণভবন থেকে ভার্চোয়ালী যুক্ত হয়ে গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।