
ঝিনাইগাতী সংবাদদাতা, শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতীতে ২০২২-২৩ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারী) উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া, আলহাজ্ব এস.এম.এ ওয়ারেজ নাইম মডেল কলেজ এবং ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজ এর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
দুপুরে ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজ হল রুমে আয়োজিত ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক আবু বকর এর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের আজীবন একক প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাদশা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাত শারমিন প্রমুখ।
২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এছাড়াও অতিথিদের বক্তব্য শেষে সাবেক সহ অধ্যাপক (গণিত) মরহুম আব্দুছ ছালামের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে যথাযথ মর্যাদায় নীরবতা পালন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের গর্ভনিংবডির বিদ্যুৎসাহী সদস্য বাবু অনন্ত কুমার রায়,হিতশি সদস্য আবু জাফর,শিক্ষক প্রতিনিধি জিয়াউল ইসলাম এবং আয়নাল হক,অভিভাবক সদস্য আব্দুর রকিব বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উমর আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মজিবর রহমান, আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী ফর্সাসহ কলেজের শিক্ষক,সাংবাদিক,ম্যানেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষার্থীরা।