Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ঝিনাইগাতীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝিনাইগাতীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২

February 05, 2023 05:42:11 PM   দেশজুড়ে ডেস্ক
ঝিনাইগাতীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২

ঝিনাইগাতী সংবাদদাতা:
শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের বিশেষ অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেল ৫ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এর দিক নির্দেশনায় ও ঝিনাইগাতী থানার ওসি মো. মনিরুল আলম ভূইয়ার নির্দেশে দিনব্যাপী পুলিশের এসআই ফরিদ উদ্দিন ও মাসুদ রানাসহ পুলিশের অন্যান্য অফিসার ও সদস্যগণ ওই অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে তাদেরকে সহায়তা করেন ডিবি পুলিশসহ ডিএসবির সদস্যগণ। এসময় উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রাম থেকে ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ সাদা মিয়া (৪৫) ও মুরাদ হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূইয়া গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ঝিনাইগাতী উপজেলাকে মাদকমুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়াও সন্ধ্যায় থানা পুলিশের এক মহড়া অনুষ্ঠিত হয়।