Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ঝিনাইগাতীতে যুবলীগের প্রতিবাদ সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝিনাইগাতীতে যুবলীগের প্রতিবাদ সভা

February 20, 2023 01:17:35 AM   দেশজুড়ে ডেস্ক
ঝিনাইগাতীতে যুবলীগের প্রতিবাদ সভা


ঝিনাইগাতী সংবাদদাতা:
শেরপুরের ঝিনাইগাতীতে পদ যাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্য অস্ত্রের মহরা, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপজেলা যুবলীগ সভাপতি ফজিলা খাতুন শারমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।

উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল ইসলাম ফটিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন,মালিঝিকান্দা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা তাদের বক্তব্য, পদ যাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্য অস্ত্রের মহরা, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদ জানান তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মন্টু,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি উজ্জ্বল আহমেদ, কাংশা ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান হাসান, নলকুড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী প্রমুখ।