Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ঝিনাইদহে পলিথিন বিক্রয় ও গুদামজাত করায় অর্থদণ্ড - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝিনাইদহে পলিথিন বিক্রয় ও গুদামজাত করায় অর্থদণ্ড

May 24, 2023 06:30:29 PM   উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহে পলিথিন বিক্রয় ও গুদামজাত করায় অর্থদণ্ড

সুজন বিশ্বাস:
ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তর ও র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল এর সমন্বয়ে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল হক।

এ সময় নিষিদ্ধ ঘোষিত এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রয় ও গুদামজাত করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ১৫(১)(৪)(ক) ধারা মোতাবেক মেসার্স মঞ্জুরুল পিপিআর এর প্রতিষ্ঠানের মালিক লাবনী আক্তার (২৫)কে ৩৫ হাজার(পয়ত্রিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরূপ মজুমদার, জুনিয়র কেমিষ্ট মোঃ মুন্তাছির রহমান ও র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল। পরে জব্দকৃত ১৬০ কেজি পলিথিন উদ্ধার পূর্বক ধংস করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।