
শৈলকূপা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহে পবিত্র রমজান উপলক্ষে এতিম ও বিধাব এবং দুস্থ্য ২৫০ পরিবারের মাঝে এলাইভ এনজিও’র উদ্দোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আরাপপুর উকিলপাড়া প্রি-ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে ইউএসএ ফোরাম '৮৬ অর্থায়নে এবং এলাইভ এর উদ্যোগে ২৫০বস্তা চাউল, তেল, ডাউল, বেশন, চিনি, খেজুর, মুড়িসহ এ খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এলাইভ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বালাদেশ ৮৮ ঝিনাইদহ জেলা প্যানেলের জেলা সমন্নয়ক মেহেদী মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরিফুল ইসলাম এবং প্রধান আলোক ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র জননেতা আলহাজ্ব সাইদুল করিম মিন্টু।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক সকালের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রবিউল ইসলাম, ঝিনাইদহ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মন্জুর পারভেজ তুষার।
জানা গেছে, এলাইভ উদ্দোগে এবং বাংলাদেশ ইউএসএ চ্যারিটি ফোরাম ৮৬-৮৮ ঝিনাইদহ অর্থায়নে এবং আয়োজনে অসহায় পরিবার। এতিম অসহায় শিশুদের মাঝে সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ যেমন পবিত্র রমজান উপলক্ষে এতিম ও বিধাব এবং দুস্থ্য ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, গরিব-মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান, অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবসত্র প্রদান, কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান, নবগঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ, এতিম শিশুদের উন্নতমানের খাবারের আপ্যায়ন সহ নানামুখী সামাজিক উন্নয়ন কর্মকান্ড করে আসছে। অতি অল্প সময়ে সংগঠনটি সারাদেশসহ ঝিনাইদহ জেলা শহরে সুনাম অর্জন করেছে। আর এই সামাজিক সংগঠনের কর্মকান্ড গতিশীল করে রেখেছেন বাংলাদেশ ৮৮ ঝিনাইদহ জেলার সমন্বয়ক বিশিষ্ট সমাজসেবক এলাইভ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেদী মাসুদসহ তাদের একঝাঁক বন্ধুর নিরলস প্রচেষ্টা।