Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ঝিনাইদহে কৃষি ব্যাংকে হালখাতা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝিনাইদহে কৃষি ব্যাংকে হালখাতা অনুষ্ঠিত

April 25, 2024 07:17:55 PM   উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহে কৃষি ব্যাংকে হালখাতা অনুষ্ঠিত

শৈলকূপা প্রতিনিধি, ঝিনাইদহ:
বাংলাদেশ কৃষি ব্যাংক কাষ্ট সাগরা বাজার শাখায় হালখাতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে ঝিনাইদহ সদর উপজেলার কৃষি ব্যাংক কাষ্ট সাগরা বাজার শাখায় এ হালখাতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক কাষ্ট সাগরা বাজার শাখার ব্যবস্থাপক (মুখ্য কর্মকর্তা) সোহাগ ঘোষ জানান, সদর উপজেলার হরিশংকরপুর, দোগাছী, কালীচরনপুর, পদ্মকর ও পোড়াহাটী ইউনিয়নের অধিন মোট ঋন গ্রহীতার সংখ্যা ২ হাজার ৬’শ ১৩ জন। মোট ঋনের পরিমান ২৮ কোটি ৯৩ লাখ টাকা। হালখাতায় ঋন আদায়ের লক্ষ্য মাত্রা ছিল ২৩ লাখ টাকা। অর্জন হবে ২৬ লাখ টাকা।

ঋন গ্রহিতা হাটগোপালপুরের হাফিজুর রহমান জানান, স্বল্পসুদে ১ লাখ ৮০ হাজার টাকা ঋন নিয়ে অনেক উপকৃত হয়েছি। আজ হালখাতায় আমি পুরা টাকা পরিশোধ করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে।

অপর ঋন গ্রহিতা কলা চাষী পোড়াহাটি এলাকার ইনতাজ উদ্দিন ৩ লাখ টাকা ঋন নিয়ে তা আজ পরিশোধ করেছেন বলে জানান। উল্লেখ্য, প্রতি বছর একবার কৃষকরা হালখাতার মাধ্যমে ঋন পরিশোধ করার সুযোগ পেয়ে থাকেন।