Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ঝিনাইদহে তিন দিনব্যাপি কৃষি মেলা উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝিনাইদহে তিন দিনব্যাপি কৃষি মেলা উদ্বোধন

January 31, 2023 03:31:42 AM   দেশজুড়ে ডেস্ক
ঝিনাইদহে তিন দিনব্যাপি কৃষি মেলা উদ্বোধন

শৈলকূপা প্রতিনিধি, ঝিনাইদহ:
বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ঝিনাইদহে তিন দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এড আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, এসিল্যান্ড শারমিন আক্তার সুমি, উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন, অতিরিক্ত কৃষি অফিসার আব্দুল্লাহ আল নোমানসহ অন্যন্যরা।

অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাইদ হাবীব। র‍্যালি ও আলোচনা সভা শেষে ফিতা কেটে তিন দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। মেলায় ১০টি স্টল স্থান পায়।