
ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখা সোমবার একটি বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে।
এদিন দুপুরে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ শেষে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ ৬টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
স্মারকলিপিতে ৭ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।