
মহেশপুর প্রতিনিধি, ঝিনাইদহ:
বৃহত্তর কুষ্টিয়া ও যশোর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শষ্য ভাণ্ডার হিসেবে খ্যাত মহেশপুরে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষিমেলা’ ২৩ উদ্বোধন করা হয়েছে।
বুধবার স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহেশপুর উপজেলা চত্ত্বরে এই মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী সভাপতিত্বে আলোচনা সভা আয়োজন করে। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, কৃষিকর্মকর্তা হাসান আলীসহ স্থাানীয় কৃষি কর্মকর্তা, সুধীজনসহ অংশগ্রহণকারী প্রান্তিক কৃষকরা।
মেলা সংশ্লিষ্টরা জানান, মেলায় ২৭টির বেশী স্টল অংশ গ্রহণ করেছে। বিভিন্ন কৃষকের উৎপাদিত পণ্য, নার্সারী, বালাইনাশক মুক্ত প্রযুক্তি, বিভিন্ন বালাইনাশক কোম্পানী তাদের উৎপাদিত আধুনিক চাষের প্রযুক্তি নিয়ে মেলায় অংশগ্রহণ করে।