Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ঝিনাইদহে ১৪৪ নারীকে ঈদ উপহার হিসেবে বিএনপি নেতার সেলাই মেশিন বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝিনাইদহে ১৪৪ নারীকে ঈদ উপহার হিসেবে বিএনপি নেতার সেলাই মেশিন বিতরণ

March 24, 2025 08:28:58 PM   উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহে ১৪৪ নারীকে ঈদ উপহার হিসেবে বিএনপি নেতার সেলাই মেশিন বিতরণ

শৈলকূপা সংবাদদাতা, ঝিনাইদহ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে ১৪৪ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। সোমবার সকালে ঝিনাইদহ শহরের ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, সহ-সভাপতি এনামুল কবির মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি, যুগ্ম সম্পাদক এম শাহজাহান, যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু ও সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও সদর পৌরসভার ১৪৪ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পুরো কার্যক্রমটি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়িত হয়েছে।

অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, “নারীদের স্বাবলম্বী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। একটি সেলাই মেশিন একটি পরিবারের জীবনমান উন্নত করতে পারে। এই উপহারের মাধ্যমে ১৪৪টি পরিবারে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”

তিনি আরও বলেন, “সমাজের প্রত্যেকের উচিত মানবতার কল্যাণে এগিয়ে আসা। এই উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”