Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ২৪ ঘণ্টায় ৩৬ জন আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ২৪ ঘণ্টায় ৩৬ জন আটক

November 12, 2024 07:53:20 PM   উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ২৪ ঘণ্টায় ৩৬ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। আটককৃতদের মধ্যে ১২ জন নারী, ১৫ জন পুরুষ, এবং ৮ জন শিশু রয়েছে।

গত ১১ নভেম্বর রাত ১২টা থেকে ২৪ ঘণ্টা ধরে মহেশপুরের মাটিলা, বাঘাডাঙ্গা, সামন্তা, খোসালপুর, পলিয়ানপুর, ও শ্রীনাথপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এর মধ্যে একজন দালালও রয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করায় এসব অভিযানের মাধ্যমে তাদের আটক সম্ভব হয়।

এছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় একজন ভারতীয় নাগরিককেও আটক করা হয় এবং তাকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। চলতি নভেম্বর মাসে মহেশপুর ও জীবননগর সীমান্ত থেকে এখন পর্যন্ত মোট ১১৪ জনকে আটক করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।