
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
“তোমার আমার বাংলাদেশ, ভোট দেব মিলেমিশে” শ্লোগানে শৈলকুপায় ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস. এম. সিরাজুস সালেহীন। এছাড়াও, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম জাহাঙ্গীর, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হাবিবুর রহমানসহ অন্যান্য দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।