Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঝরে পড়া শিশুদের স্কুলে ফেরাতে চর রাজিবপুর ৩১টি শিখন কেন্দ্র - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝরে পড়া শিশুদের স্কুলে ফেরাতে চর রাজিবপুর ৩১টি শিখন কেন্দ্র

July 08, 2022 06:21:08 AM  
ঝরে পড়া শিশুদের স্কুলে ফেরাতে চর রাজিবপুর ৩১টি শিখন কেন্দ্র

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় ৩১টি উপানুষ্ঠানিক শিক্ষন কেন্দ্রের উদ্বোধন ও ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। ৩১টি শিখন কেন্দ্রে মোট ৯৩০জন ঝরে পড়া শিশুরা পড়াশোনা করার সুযোগ পাবে।

বৃহস্পতিবার বিকাল  ২টার দিকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহযোগিতায়, সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম (সিএসডিকে) বাস্তবায়নে উপজেলার বটতলা উপানুষ্ঠানিক শিক্ষন কেন্দ্র উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান মো. আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সিএসডিকে নির্বাহী পরিচালক মো. আবু হানিফ মাস্টার, সহকারী পরিচালক মো. আমির হোসেন, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের উপজেলা প্রোগ্রাম ম্য্যানেজার মো. হারুন অর রশিদ প্রমুখ।