
বরিশাল প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার বিকেল ৩টায় নলছিটি দবদবিয়ায় ট্রাস্ট এর উদ্যোগে নলছিটি উপজেলার ০৯নং দপদবিয়া ইউনিয়নের কয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. সোহরাব হোসেন বাবুল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দুলাল শাহা। প্রধান বক্তা ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, দুবাই প্রবাসী বীর মুক্তিযোদ্ধা মরহুম মোসলিম উদ্দিনের মেজ ছেলে ইঞ্জিনিয়ার মইন।
ইঞ্জিনিয়ার মইন তার বক্তব্য বলেন, আমার বাবা দেশের জন্য যুদ্ধ করেছেন দেশের মানুষকে স্বাধীনতা উপহার দিয়েছেন।
তাই এই দেশের মানুষের প্রতি আমারও আমারও কর্তব্য রয়েছে আমিও চাইআমার গ্রামের মানুষ গুলো একটু স্বাচ্ছন্দে থাকুক সেজন্য আমার বাবার নামে কিছু দরিদ্র পরিবারকে আর্থিক অনুদান প্রদান করি প্রতিটি পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে। আমি যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমার গ্রামের দরিদ্র মানুষগুলোকে আর্থিক সহায়তা প্রদান করে যাব। এসময় তিনি তার বাবা ও নিজের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সহকারী কমান্ডার শেখ হাবিবুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী খান, ঝালকাঠি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মোঃ শামীম হোসেন প্রমুখ।
সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিননের রুহের মাগফেরাত কামনার জন্য দোয়া ও মোনাজাত করা হয় এবং অসহায় দরিদ্রদের মাঝে নগদ পঞ্চাশ হাজার টাকা করে প্রতি জনকে দান করা হয়।