
ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকায় পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান, জাকির, রাকিব, দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, “এক মাসের বিলের সঙ্গে আরেক মাসের কোনো মিল থাকে না। কখনো খুব বেশি, কখনো কম—ইচ্ছেমতো বিল তৈরি করে দেওয়া হয়। এর সঙ্গে থাকে নানা ধরনের চার্জ—ডিমান্ড চার্জ, মিটার ভাড়া, সার্ভিস চার্জ—যা আমাদের পক্ষে বোঝা সম্ভব হয় না। অথচ আমরা নিজের টাকায় মিটার কিনেছি, এরপরও কেন মিটার ভাড়া দিতে হবে?”
তারা আরও বলেন, “এসব ভুতুড়ে বিল আমাদের ভোগান্তিতে ফেলেছে। আমরা এই অনিয়মের সুষ্ঠু সমাধান চাই। ভুতুড়ে বিল থেকে মুক্তি চাই।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।