Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ঝালকাঠিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝালকাঠিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

April 06, 2023 07:54:38 PM   দেশজুড়ে ডেস্ক
ঝালকাঠিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

বরিশাল প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি শহরের যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমন ওরফে কানপচা সুমনকে দলীয় প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে। বুধবার রাত ১০টায় শীতলপাড়া সড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমন (৩৮) স্থানীয় আমজেদ হোসেনর ছেলে ও সাবেক মহিলা কাউন্সিলর শিউলি আক্তারের ছোটভাই।

স্থানীয় সূত্র জানায়, নলছিটি হাসপাতাল সড়কের মাথায় সামনে একটি দোকানের সম্মুখে দাড়ানো সুমনকে দলীয় প্রতিপক্ষরা এলোপাথাড়ি কুপিয়ে মারাক্তক জখম করে পালিয়ে যায়।

পথচারীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। মাত্রাতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক ভাবে জানায়।

সংবাদ পেয়ে নলছিটি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়েছে বলে জানা গেছে।