Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ঝিনাইগাতির খ্রীষ্টানপল্লীতে নতুন গীর্জা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

ঝিনাইগাতির খ্রীষ্টানপল্লীতে নতুন গীর্জা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

October 10, 2022 05:45:18 AM  
ঝিনাইগাতির খ্রীষ্টানপল্লীতে  নতুন গীর্জা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার মরিয়ম নগর খ্রীষ্টান ধর্মপল্লীতে নতুন গীর্জা ঘর নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার সকাল ১১টায় সেন্ট জর্জ নামে এ গির্জা ঘড়ের  ভিত্তি প্রস্তর স্থাপন করেন ইউএসএ'র(আমেরিকা) হলি ক্রস মিশন সেন্টার এর পরিচালক ফাদার টমাস একার্ট সিএসসি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ হলিক্রস ফাদার সম্প্রদায়ের প্রদেশ পাল ফাদার জর্জ কমল রোজারিও সিএসসি, মরিয়ম নগর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বিপুল ডেভিড দাস সিএসসি, ফাদার শংকর সিএসসিসহ স্থানীয় ধর্মপল্লীর অন্যান্য কর্মকর্তা, আদিবাসী খ্রীষ্টান নেতৃবন্দ ও মারিয়মনগর মিশনীয় সদস্যবৃন্দ।

ইউএসএর(আমেরিকা) হলিক্রস মিশন থেকে এ গীর্জা ঘর নির্মানের অর্থ বরাদ্দ করা হয়েছে বলে স্থানীয় মরিয়মনগর মিশন কর্তৃপক্ষ জানায়।