
ঝিনাইগাতী, শেরপুর সংবাদাদতা:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্বরে নির্মিত আল্লাহু মুহাম্মদ খচিত ক্যালিওগ্রাফির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্যালিওগ্রাফিটি এর শুভ উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে, উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর রুমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক আল মাসুদ,উপজেলা প্রকৌশলী শুভ বসাক, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ আনারুল্লাহ, উপজেলা আওয়ামী লীগ নেতা একেএম বেলায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. শাহ আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত শেষে মিষ্টি বিতরণের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে।