Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ঝিনাইগাতীতে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার পেলেন ১১শ’ কৃষক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝিনাইগাতীতে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার পেলেন ১১শ’ কৃষক

June 30, 2022 05:07:30 AM  
ঝিনাইগাতীতে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার পেলেন ১১শ’ কৃষক

লোকমান হোসাইন, ঝিনাইগাতী সংবাদদাতা:
শেরপুরের ঝিনাইগাতীর ৭ইউনিয়নে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার পেলেন ১১শত কৃষক। ২৯ জুন বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা কৃষি অফিস চত্তরে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

জানা গেছে, ২০২১-২০২২ অর্থবছরের খরিপ -২/২০২২-২০২৩ মৌসুমে রোপ আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের নির্মিত্তে কৃষি প্রণোদনা কার্যক্রমের অংশ হিসেবে এ বিতরণ অনুষ্ঠিত হয়। কৃষি প্রণোদনার মধ্যে ছিল, ৫কেজি উফশী জাতের ধান বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি  সার।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার এর সভাপতিত্বে উক্ত কৃষি প্রণোদনার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লাইলী বেগম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিকসহ অন্যান্য সাংবাদিকগন,  ইউপি চেয়ারম্যান,মেম্বার, বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী, স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ উপস্থিত কৃষকদের উদ্দেশ্য বলেন, প্রণোদনা হিসেবে সরকারের পক্ষ থেকে আপনাদের যে সার ও বীজ দিচ্ছেন। সেই বীজ ও সারকে কাজে লাগিয়ে আপনার স্বাবলম্বী হউন।